দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বোতলে পেট্রোল রাখার অপরাধে বিক্রেতাদের জরিমানা

দর্শনা অফিস: দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। দর্শনার কয়েকটি পয়েন্টে খোলা বাজারে বোতলে পেট্রোল বিক্রির অপরাধে বেশ কয়েকজন দোকানীর কাছ থেকে আদায় করা হয়েছে জরিমানা। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় দর্শনা রেলবাজার, পুরাতন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায়। বোতলে পেট্রোল রেখে বিক্রির অনুমতি না থাকার অপরাধে ও একটি সিমেন্টের দোকানে লাইসেন্স না থাকায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী সায়েমুজ্জামান। এ সময় দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিভিন্ন দোকান থেকে উদ্ধারকৃত পেট্রোল রাখা খালি বোতল পুড়িয়ে ফেলা হয়েছে।