দর্শনায় বাসস্ট্যান্ডে ভুয়া পুলিশ আটক

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার দর্শনা বাসস্ট্যান্ডে ব্যবসায়ীকে হয়রানি করার সময় নিশান নামের এক ভুয়া পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে দামুড়হুদা নতিপোতার আলী হোসেনের ছেলে।

স্থানীয় জনগণ ও পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের আলী হোসেনের ছেলে নিশান দর্শনা বাসস্ট্যান্ডের মুকুল স্টোরে মাদকদ্রব্য আছে বলে অভিযোগ তোলে। দোকানি এ অভিযোগ স্থানীয় জনগণকে জানায়, পুলিশ পরিচয়ে নিশান মাদক আছে বলে দোকানে তল্লাশি করে। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। স্থানীয়দের অভিযোগ, আটকের আগে সে সটকে পড়ারও চেষ্টা করে। আটককৃত নিশানকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে চুয়াডাঙ্গা ক্যান্টনমেন্টের পুলিশ কনস্টেবল বলে দাবি করে। এতে জনতার সন্দেহ বেড়ে যায়। দর্শনা তদন্তকেন্দ্র পুলিশে খবর দেয়। খবর পেয়ে দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে তাকে আটক করে। আটককৃত ভুয়া পুলিশ কনস্টেবল নিশানকে ওইদিনই দামুড়হুদা থানায় সোপর্দ করে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।