দর্শনায় নির্মাণাধীন ঘরের ছাদ থেকে পড়ে এক শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার: দর্শনার আজমপুরে ঘরের ছাদের শাটারিঙের কাজ করতে গিয়ে বিপত্তি হয়েছে। ছাদ ঢালাইয়ের জন্য নির্মাণ সামগ্রী সরানোর সময় পা ফঁসকে ছাদ থেকে পড়ে আহত হলো নির্মাণ শ্রমিকের হেডমিস্ত্রি আবুল কালাম ওরফে কালাম মাস্টার (৫৫)। আহত কালাম মাস্টার রাজমিস্ত্রির কাজ করলেও অবসরে বাড়ি বসে টিউশনি করেন বলে এলাকায় মাস্টার নামে পরিচিত। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের হিজলগাড়ি হাসপাতালপাড়ার মৃত দাউদ আলীর ছেলে। গতকাল বিকেলে আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, গতকাল বেলা ৪টার দিকে আবুল কালাম তার লোকজন নিয়ে দর্শনার আজমপুরে নির্মাণাধীন একটি বাড়ির ছাদে শাটারিঙের কাজ করছিলেন। নির্মাণ সামগ্রীর মালামাল সরানোর সময় পেছাতে পেছাতে ছাদের শেষ প্রান্তে এসে পা ফঁসকে নিচে পড়ে গিয়ে আহত হন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।