দর্শনায় ডাকাতির প্রস্তুতি : প্রতিরোধের মুখে বোমা বিস্ফোরণ

 

স্টাফ রিপোর্টার: দর্শনার মোবারকপাড়ায় গতরাত দেড়টার দিকে প্রতিরোধের মুখে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সটকে পড়েছে একদল ডাকাত। বোমা বিস্ফোরণের স্থানে রক্তের দাগ দেখে স্থানীয়রা মন্তব্য করতে গিয়ে বলেছেন, বোমাঘাতে ডাকাতদলেরই কেউ হয়তো আহত হয়েছে। অপরদিকে পুলিশ বলেছে, টহল পুলিশ দেখেই ডাকাতদল বোমা নিক্ষেপ করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা মোবারকপাড়া, শান্তি পাড়া ও পাঠানপাড়া এলাকায় গতরাত দেড়টার দিকে একদল সন্দেহভাজন অবস্থান নেয়। এলাকার সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। অবস্থা বেগতিক দেখে ডাকাতদল দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সটকে পড়ে। বোমা বিস্ফোরণের স্থানে রক্তের দাগ দেখে স্থানীয়রা ধারণা করেন বোমাঘাতে ডাকাতদলেরই কেই আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অভিযান চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলশ বলেছে, গতকাল শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকাধীন মোবারকপাড়ায় ৭-৮ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। ডাকাতরা গভীররাতে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছে দেখে দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই হাদীসহ সঙ্গীয় টহলদল ডাকাতদের ধাওয়া করে। এ সময় অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পুলিশের ওপর বোমা ছুড়ে মারে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিস্ফোরিত হলে সামান্যের জন্য পুলিশ সদস্যরা রক্ষা পান। এতে কেউ হতাহত হয়নি। তবে পুলিশের ধারণা নিজেদের বোমার আঘাতে ডাকাদলের সদস্যরা কেউ আহত হয়ে থাকতে পারে।