দর্শনায় জাতীয় পার্টির সম্মেলনে হট্টগোল

 

পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি :আহ্বায়ক কমিটি গঠন

দর্শনা অফিস: হইহুল্লা ও হট্টগোলের মধ্যদিয়ে দর্শনায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন শেষ করা হয়েছে। পদ নিয়ে টানাটানির কারণে ভেস্তে গেলো কমিটি গঠন প্রক্রিয়া। পূর্ণাঙ্গ কমিটি গঠন করা না হলেও আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। দর্শনা পৌর জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে দর্শনা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দ্বিবার্ষিক সম্মেলন। পৌর জাতীয় পার্টি নেতা নুর-জামালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেনচুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেনজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. রফিউর রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহবুদ্দিন বিশ্বাস খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, জাতীয় পার্টি নেতা শহিদুল আলম, আব্দুল লতিফ, শহিদুল ইসলাম, ফারুক আহম্মেদ, যুবসংহতি নেতা মাসুদ সরকার, ফরহাদ খান শিল্পী প্রমুখ। আলোচনা শেষে দর্শনা পৌর জাতীয় পার্টির কমিটি গঠন প্রক্রিয়া শুরু হলে নেতাকর্মীদের মধ্যে হইহুল্লোড় সৃষ্টি হয়। পদ নিয়ে শুরু হয় টানাটানি। কোনো উপায়ান্তর না পেয়ে নেতৃবৃন্দ তাড়াহুড়া করে নামকাওয়াস্তে আহ্বায়ক কমিটি গঠন করেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে সেলিম খানকে ও সদস্য সচিব করা হয়েছে সাজ্জাদ হোসেন সুজনকে।