দর্শনায় চিত্রার ক্যান্টিন বয়কে নামিয়ে বেধড়ক মারপিট

খুলনা-ঢাকা রুপের চিত্রা এক্সপ্রেস ট্রেন থেকে ৱ্যাবের ফেনসিডিল উদ্ধারের জের

 

স্টাফ রিপোর্টার: আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বয় বাদল ভূঁইয়াকে পিটিয়েছে ফেনসিডিল ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা হল্ট স্টেশনে তাকে নামিয়ে নিয়ে অজ্ঞাত ফেনসিডিল ব্যবসায়ীরা লোঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় বাদল ভূঁইয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার উল্লাপাড়া রেলস্টেশন থেকে ৱ্যাব সদস্যরা ট্রেনে তল্লাশি চালিয়ে কয়েকশ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ কারণেই বাদল ভূঁইয়াকে (২৮) মারপিট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে উল্লাপাড়া স্টেশন থেকে উঠে একদল ৱ্যাব সদস্য তল্লাশি শুরু করেন। প্রথম শ্রেণির কামরা থেকে ৱ্যাব সদস্যরা কয়েকশ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সূত্র জানায়, ওই ফেনসিডিল দর্শনা থেকে ট্রেনে তোলা হয়েছিলো। প্রথম শ্রেণির যাত্রী হয়ে ট্রেনে বহন করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো ফেনসিডিল। ৱ্যাব সদস্যরা ফেনসিডিল উদ্ধার করার কারণে ফেনসিডিল ব্যবসায়ীদের ধারণা ট্রেনের ক্যান্টিন বয়রাই তা ধরিয়ে দিয়েছে। এ কারণে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি থামার সাথে সাথে ক্যান্টিন বয় বাদল ভূঁইয়াকে জোরপূর্বক নামিয়ে নেয় কয়েকজন। এরপর লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক পেটায়। গুরতর আহত অবস্থায় চিত্রাযোগে তাকে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নামিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাদল ভূঁইয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দেলুয়া গ্রামের আমিন ভূঁইয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গত রাত ১০টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।