দর্শনাকে উপজেলাকরণের দাবিতে আন্দোলন ॥ প্রেসক্লাবে মতবিনিময়

দর্শনা অফিস: দর্শনাকে উপজেলাকরণের দাবিতে দফায় দফায় সভা-সমাবেশ অব্যাহত রয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে তুলছে ঝড়। দলমত নির্বিশেষে উপজেলা দাবি সর্বমহলের। প্রাণের এ দাবিতে দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময়সভায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময়সভার সভাপতিত্ব করেন আন্দোলনের অন্যতম নেতা পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। আলোচনা করেন উপজেলা আন্দোলনের মুখপত্র আনোয়ার হোসেন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বুলেট, হারুন অর রশিদ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ, ইসরাইল হোসেন খান টিটো, শামীম আজাদ, মিরাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান আলো, কিতাব আলী, আলমগীর, খায়রুল ইসলাম, ছাত্রনেতা আলামিন, রাব্বি, মাসুদ, আক্তার, সাগর, তুর্জো, স্বাধীন, আশা, সিপন, আকাশ, শোভন প্রমুখ। সভায় উপজেলাকরণের দাবিতে কলেজ ও মাধ্যমিক পর্যায়ের স্কুল ব্রিগেট কমিটি গঠন ও দর্শনা ভিত্তিক প্রতিকী দেয়ালে ছাপচিত্র আঁকনের ঘোষণা দেন আন্দোলনের মুখপাত্র আনোয়ার হোসেন। আগামী সপ্তাহ থেকে এ কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।