ত্রুটি মার্জনা চেয়ে প্রতিবছর অভিন্ন আয়োজনের ইচ্ছে ব্যক্ত

প্রসাদ বিতরণ ও ভক্ত সেবার মধ্যদিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: প্রসাদ বিতরণ ও ভক্ত সেবার মধ্যদিয়ে চুয়াডাঙ্গার আগরওয়ালা পরিবারবর্গের শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে। নিজের মায়ের পাতে প্রসাদ দিয়ে প্রসাদ বিতরণের উদ্বোধন করেন দিলীপ কুমার আগরওয়ালা। একই সময়ে আগামী বছর আবারও অভিন্ন আয়োজনের ইচ্ছে রয়েছে বলে ঘোষণা দিয়ে এবারের আয়োজনের সমাপনী ঘোষণা করেন তিনি।

সমাপনী বক্তব্যে তৃতীয়বাষির্কী ১৬ প্রহরব্যাপি অখণ্ড তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজকদের তরফে ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফ স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা আয়োজনে ত্রুটি মার্জনা চেয়ে বলেন, আমরা ভক্ত পদরজ কৃপাপ্রার্থী। চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল প্রাঙ্গণে প্রতিবছর একই সময়ে অভিন্ন আয়োজনের স্বপ্ন লালন করি। সকলের এরকম সহযোগিতা থাকলে প্রতি বছর অভিন্ন আয়োজন করবো।

‌১৪ নভেম্বর রাত ১০টায় শুভ অধিবাস পূর্ব সন্ধ্যায় উৎসবের আমেজ ফুটিয়ে তোলা হয়। সনাতন ধর্মালম্বীদের উপচেপড়া ভিড়ে ৭টি দলের মহানাম সুধা পরিবেশনায় জাকজমকপূর্ণ পরিবেশে ২৬ প্রহরব্যাপি অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্মা মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সূর্যোদয়ে ছিলো প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম। সকালে নগর কীর্তন। ১০টায় পদাবলী কীর্তন। মধ্যভোগ আরতি প্রসাদ বিতরণ ও ভক্তসেবার মধ্যদিয়ে এবারের আয়োজনের ইতি টানা হয়। নগরকীর্তন শহরবাসীর দৃষ্টি কাড়ে।