তৃণমূল শক্তিশালী করতে আওয়ামী লীগের ১০ টিম

চুয়াডাঙ্গাঝিনাইদহ মেহেরপুরসহ খুলনা বিভাগের সমন্বয়ক বিএম মোজাম্মেল হক

 

স্টাফ রিপোর্টার: মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলনের মাধ্যমে সংগঠনের তৃণমূল শক্তিশালী করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ১০টি টিম গঠন করা হয়েছে। সাত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে এসব টিমের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। শিগগিরই এসব টিম তৃণমূল সফরের মাধ্যমে সারাদেশের জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখা সম্মেলন সম্পন্ন করবেন। গতকাল রোববার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম টিম রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলা সফরে যাবেন। এ টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। দ্বিতীয় টিম রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা দায়িত্ব পালন করবে। এ টিমের সমন্বয়ক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তৃতীয় টিম মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা সফর করবে। এ টিমের সমন্বয়ক সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। চতুর্থ টিম বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল জেলা, বরিশাল মহানগর, ঝালকাঠি, পিরোজপুর জেলা সফর করবেন। এ টিমের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আহমদ হোসেনের নেতৃত্বে গঠিত পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম টিম ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা জেলা, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলা সফরে যাবে। অষ্টম টিম সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট মহানগর ও সিলেট জেলা সফরে যাবে। এ টিমের সমন্বয়ক মো. মিসবাহ উদ্দিন সিরাজ। বীর বাহাদুর এমপিকে সমন্বয়ক করে গঠিত নবম ও দশম টিম চট্টগ্রাম (উত্তর), চট্টগ্রাম (দক্ষিণ), চট্টগ্রাম মহানগর, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা (উত্তর), কুমিল্লা (দক্ষিণ), চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সফরে যাবে। এদিকে ৩ নভেম্বর জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।