তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

স্টাফ রিপোর্টার: টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনব্যাপি জোড় (প্রস্তুতিমূলক) ইজতেমা শুরু হয়েছে। গতকাল শুক্রবার ফজরের নামাজের পর শুরু হওয়া এ ইজতেমা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। তার পর শুরু হবে ইজতেমার মূলপর্বের প্রস্তুতি। প্রতিবছর মূল বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে জোড় ইজতেমা হয়ে থাকে। ইজতেমা আয়োজক কমিটির প্রধান প্রকৌশলী মো. গিয়াসউদ্দিন জানান, তবলিগ জামায়াতের স্বেচ্ছাসেবক ও জোড় ইজতেমায় আগত মুসল্লিরা আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজে অংশ নেবেন। জোড় ইজতেমায় প্রায় তিন লাখ মুসল্লি শরিক হচ্ছেন বলে তিনি জানিয়েছেন। স্থান সংকুলানের জন্য গত কয়েক বছর ধরে বিশ্ব ইজতেমা হচ্ছে দু পর্বে। এবারও দু পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করছে তাবলিগ জামায়াত কর্তৃপক্ষ। এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি এবং সমাপনী পর্বের ইজতেমা ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।