তারেক রহমানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার অপকৌশল

 

চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা : সমাবেশে বক্তারা

স্টাফ রির্পোর্টার: চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা প- হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দেয়ায় পরে সমাবেশের আয়োজন করে সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার অপকৌশল হিসেবেই বর্তমান সরকার তার বিরুদ্ধে একের-পর-এক মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে। দলের চেয়ারপারসন থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীর বিরুদ্ধেও মিথ্যা মামলা দিচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের মামলা ও পরোয়ানা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। এর মাধ্যমে রাজনৈতিক সঙ্কট সমাধানের পরিবর্তে আরও কঠিন আকার ধারণ করবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহার করে তাকে নির্দোষ ঘোষণার দাবি জানান তারা।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হলে পথিমধ্যে পুলিশি বাঁধার সম্মুখীন হয়। মিছিলটি ফিরে এসে কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সোহেল আহমেদ মালিক সুজন। প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহআপ্যায়ন বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার। উপস্থিত ছিলেন মিলন আলী লিমন, রাহাত হাসান মালিক রাজীব, সোলাইমান হক, আহনাফ শাহরিয়ার সনি, ইমদাদুল হক, তৌফিক ইলাহী, মিশর, জুয়েল, সজীভ, উজ্জ্বল, মোমিন, অনিক, আশিক, রানা, শিপলু, জামাল, আনিস, বেলাল, ইকরামুল, আবদার, লিফকন, মাফি, হাসান, মওলা, রেজাউল, লিংকন, রাফক, সাকিব, শফিকুল, রুবেল, রহমত, ফারুক প্রমুখ।
জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহাজান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয় থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষীণ করতে চাইলে পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেদারগঞ্জস্থ দলীয় কার্র্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহাজান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য মুহা. হাজি রবিউল ইসলাম বাবলু প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ইনতাজ আলী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জায়েদ মো. রাজিব খান, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক আজিজুল হক, কাজল হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা নাসিমুজ্জামান সোহাগ, আরিফুল ইসলাম, মহাবুব, সদর উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা, শুকুর আলী, জজ, পৌর ছাত্রদল নেতা ইকরামুল হোসেন, পিঞ্জির, রিয়াদ, পান্না, প্রিন্স, সাজু, মিজানসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম।