তারেকের শাশুড়ির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: সম্পদের হিসাব যথাসময়ে না দেয়ায় তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলা করতে দুদক উদ্যোগ নেয়ার পর বিএনপির সমালোচনার মধ্যে গতকাল বৃহস্পতিবার রমনা থানায় মামলাটি দায়ের হয়। উপপরিচালক আরকে মজুমদার বাদী হয়ে এ মামলা করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন। যথাসময়ে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার অনুমোদন হয় গত মঙ্গলবার কমিশনের বৈঠকে। এরপর গতকাল বুধবার ইকবাল মান্দ বানুর আইনজীবী নাসিরউদ্দিন অসীম, জাকির হোসেন ভুঁইয়া ও ফারহানা বেগম নোটিসের জবাব দিতে ৩০ দিন সময় চেয়ে আবেদন করেছিলেন। তখন দুদক কমিশনার সাহাবুদ্দিন বলেছিলেন, মামলা অনুমোদন দেয়ার পর পেছানোর কোনো সুযোগ নেই। বিএনপির দাবি, তাদের সিনিয়র ভাইস চেয়ারম্যানের শাশুড়ির বিরুদ্ধে এ মামলা রাজনৈতিক হয়রানিমূলক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বলেন, ইকবাল মান্দ বানু কেবল তারেক রহমানের শ্বাশুড়িই নন, তিনি সাবেক নৌবাহিনী প্রধানের স্ত্রী। তারেক রহমানের শ্বাশুড়ি হওয়ার কারণে প্রতিহিংসার বশে সরকার আজ দুদকের মাধ্যমে তার সম্পদের হিসাব নিচ্ছে। তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইকবাল মান্দ বানুর জামাতা তারেক বেশ কয়েকটি মামলা মাথায় নিয়ে পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে রয়েছেন। মেয়ে জোবাইদা রহমানও রয়েছেন স্বামীর সাথে। খালেদা জিয়ার ছেলে তারেকের বিরুদ্ধে মামলাগুলোও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে বিএনপির দাবি।