তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা : বিচারপতির বাড়িতে আগুন

 

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়া বিচারপতি কাজী রেজাউল হকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে ফেনী সদর উপজেলার ধলি

য়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে তার বাড়ির কাচারি ঘরে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। টের পেয়ে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্থানীয় যুবদল নেতা নিজাম উদ্দিন পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে বিকেলে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বিচারপতি কাজী রেজাউল হকের গ্রামের বাড়ি পরিদর্শন করেন। পরে তিনি অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় ফেনীর এএসপি (সার্কেল) মো. সামছুল আলম সরকার, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব মোরশেদসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফেনী মডেল থানার ওসি মো. মাহাবুব মোরশেদ জানান, তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, বুধবার আইনের দৃষ্টিতে পলাতক থাকায় দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সব মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করেন হাইকোর্ট। তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।