ঢাবির ‌ঘ ইউনিটের ফল প্রকাশ : পাসের হার ১৬ দশমিক ৫৫

 

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারও গত বছরের তুলনায় ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় ফেলের সংখ্যা বেড়েছে। সমন্বিতভাবে পাসের হার ১৬ দশমিক ৫৫ ভাগ। ভর্তি পরীক্ষায় এবার মোট আবেদন জমা পড়ে এক লাখ পাঁচ হাজার ৫২৩টি। পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ২০৩ জন। ফেল করেছে ৭২ হাজার ৭৬৭ জন। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় অকৃতকার্যের হার ৮৩ দশমিক ৪৫ ভাগ। পরীক্ষায় আলাদাভাবে বিজ্ঞান বিভাগে পাস করেছে সাত হাজার ৫১০, মানবিকে তিন হাজার ২১৬  ও ব্যবসায় প্রশাসনে তিন হাজার ৭০৬ জন। ফলাফল জানা যাবে www.admission.eis.du.ac.bd. ঠিকানায়। মোবাইলে du লিখে স্পেস দিয়ে gha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিতে ফিরতি এসএমএস আসবে। গত রোববার প্রকাশিত চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে ৯৭ ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়।