ঢাকা থেকে নৈশকোচে চুয়াডাঙ্গার পথে অজ্ঞানপার্টির খপ্পরে দু’যাত্রী

স্টাফ রিপোর্টার: নৈশকোচে অজ্ঞানপার্টি দু যাত্রীকে অজ্ঞান করে টাকা ও মোবাইলফোনসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে সটকালেও ৫০ টাকাসহ একটি মোবাইলসিম বেহুঁশ হওয়া যাত্রীর পাশে রেখে গেছে। অজ্ঞানপার্টির খপ্পরে পড়া দুজনের মধ্যে একজন মেহেরপুর মুজিবনগরের মহাজানপুর ঘরামিপাড়ার ফরজ আলীর ছেলে হামিদুল ইসলাম (২৫)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অপরজন কোথায় কী অবস্থায় আছেন তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন হামিদুল বলেছেন, গতপরশু শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে সুমন ডিলাক্সযোগে রওনা হই। পাশে বসে এক যাত্রী। খাতির জমায়। নবীনগরের নিকট কোচ পৌঁছুলে তার কাছে থাকা পানি নিয়ে পান করি। এরপর কী ঘটেছে তা জানি না। এখন দেখছি আমি হাসপাতালে। ভোরে তাকেসহ তারই সাথে অজ্ঞান করা অপর এক ব্যক্তিকে নাকি শহীদ হাসান চত্বরে নামিয়ে দেয়া হয়। তার সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও হামিদুল বলেছেন, আমার কাছে মাত্র দেড়শ টাকা আর মোবাইলফোনটা ছিলো। অজ্ঞানপার্টির সদস্যরা মোবাইলফোনের সিম খুলে এবং ৫০ টাকা সিটের পাশে রেখে চলে যায়। অপর অজ্ঞান যাত্রীর নিকট থেকে নাকি লক্ষাধিক টাকা হাতি নিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা। অবশ্য এর তেমন সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।