ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির দ্বিতীয় ত্রিবার্ষিক নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত

 

দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধের আহবান

ঢাকা প্রতিনিধি: ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির দ্বিতীয় ত্রিবার্ষিক নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় পান্থপথের বিলাসবহুল সামারাই কনভেনশন সেন্টারে শপথ ও অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে মিলিত হন ঢাকায় বসবাসকারী চুয়াডাঙ্গার সকল শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের প্রথম পর্বে দ্বিতীয় ত্রিবার্ষিক নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। শপথ শেষে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাবেক সভাপতি ড. মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক হাজি আলী আজগার টগর ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ঢাকায় পড়াশোনা করতে আসা সকল শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির সংখ্যা ও শিক্ষাবৃত্তির টাকা বাড়ানোর তাগিদ দেন। বিশেষ অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ঢাকায় বিভিন্ন কর্মসূচি পরিচালনার পাশাপাশি এলাকাভিত্তিক অনুষ্ঠান হাতে নিতে হবে। ঈদের পর চুয়াডাঙ্গায় পুনর্মিলনীর ব্যবস্থা করার তাগিদ দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, দলমত নির্বিশেষে আসুন আমরা সবাই চুয়াডাঙ্গার উন্নয়ন করি। চুরি না করে চুয়াডাঙ্গার উন্নয়নে সবাই হাত বাড়িয়ে দিই।

উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী বিষয়ক এমপি শিরিন নাইম পুনম, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অবসরপ্রাপ্ত জেলা জজ লুতফর রহমান, কর্মকমিশনের সহকারী পরিচালক আনিসুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রুহুল আমিন, আরকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ টুকু, কৃষিবীদ আব্দুল হামিদ, লিডস ভার্সিটি কোচিঙের মালিক রুহুল আমিন মল্লিক, বাংলাদেশ টেলিভিশনের ঘরে বাইরে অনুষ্ঠানের সঞ্চালক মিতালী হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কমিটির নির্বাহী সদস্য ফারুক মাহমুদ ও মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক রওনক জাহান।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সকলকে মাতিয়ে তোলেন ক্লোজআপ-১ তারকা রাজিব, চ্যানেল আই’র ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার ঝিলিকসহ চুয়াডাঙ্গার শিল্পী গোলাম কাউসার, কাজল মাহমুদ, এনটিভির সংবাদ উপস্থাপক নাজনীন আহমেদ স্বপ্না। এরপর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী করা হয়।