ঢাকাসহ কয়েকটি স্থানে ভূকম্পন অনুভূত

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকালবুধবার রাত১০টা ২১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ঘটনায় কোথাওকোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সিলেট আবহাওয়া অধিপ্তরেরকর্মকর্তা এরশাদ জানান, রাত ১০টা ২১ মিনিটে বঙ্গোপসাগরের দশকিলোমিটার গভীর তলদেশ থেকে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়।বাংলাদেশআবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত পূর্বাভাস কর্মকর্তা ভূমিকম্পনের বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূতহয়েছে তবে কোন কোন এলাকায় হয়েছে এ বিষয়ে জানা যায়নি।বঙ্গোপসাগরেআঘাত হানা এ ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অংশ কেঁপে ওঠে। বাংলাদেশের খুলনায়অপেক্ষাকৃত বেশি মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।অন্যদিকেসমুদ্র উপকূলীয় ফেনীতেও বেশি কম্পন অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের ফলেসুনামির আশঙ্কা না থাকলেও সমুদ্রে ঢেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ভারতের দিল্লি-কোলকাতা উড়িষ্যাসহ মধ্য পূর্বাঞ্চলীয় এলাকা থেকেও এ ভূমিকম্পের প্রভাবে কম্পন অনুভূত হয়েছে।যুক্তরাষ্ট্রেরভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিলো কোলকাতাথেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও ভুবনেশ্বর থেকে ৩২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বেবঙ্গোপসাগরের গভীরে।