ঢাকার আদাবর টাওয়ার থেকে আন্দুলবাড়িয়ার রোমানের লাশ উদ্ধার

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া খাপাড়ার রোমান হোসেনের লাশ উদ্ধার করেছে ঢাকা আদাবর থানা পুলিশ। ঈদের পরদিন সকালে আদাবর টাওয়ারের ৬ষ্ট তলার স্বাধীনতা লীগ ও ডিপ্লোমা চিকিৎসক লীগের অফিস থেকে তার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হলেও মৃত্যু নিয়ে রহস্য দানা বেধেছে। অভিযোগ উঠেছে, তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেছে। টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে কোপানোর পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। হত্যার পর লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার পয়তাঁরা করা হচ্ছে বলেও অভিযোগকারীদের অনুমান। রোমনের ছোট ভাই রাজীব হোসেন বাদী হয়ে আদাবর থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। নিহত রোমনের বিরুদ্ধে জীবননগর থানায় দ্যসুতা ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। থানা পুলিশের ভাষ্য সে পলাতক ছিলো। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া খাপাড়ার তোতা শেখের ছেলে এক সন্তানের জনক রোমান হোসেন (২৭) এলাকায় নানা অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িয়ে পড়ে। নিহতর খালাতো ভাই আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ বিল্লাল হোসেন জানান, ঈদের আগের দিনগত রাত ১২টার দিকে রোমন আমাকে ফোন দিয়ে বলে ভাই আজাদ মামা ও তার সাথে থাকা একজন আমাকে টাকার কারণে পেটে ৬টি লাথি মেরেছে ও কুপিয়েছে। আপনি আমাকে বাঁচান। এক দিনপর অফিস থেকে তার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। আদাবর থানায় যোগাযোগ করলে তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব জানান, ঘটনাটির তদন্ত চলছে। এক্ষুনি মন্তব্য করা সম্ভব নয়। ময়নাতদন্ত রিপোট হাতে পেলে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। গতকাল বেলা ১০টার দিকে নিহত রোমান হোসেনের লাশ আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে রওজার গোরস্থানে দাফন করা হয়।