ডিঙ্গেদহে নকল অ্যানার্জি ড্রিংস কারখানা আবিষ্কার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযান : পালিয়েছে সালাম ও রাজা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডিঙ্গেদহের হাটখোলায় নকল অ্যানার্জি ড্রিংকসের কারখানা আবিষ্কার করেছে পুলিশ। গতপরশু বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সিনসং, স্পিড ও হর্সপাউয়ারের বোতল ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। নকল অ্যানার্জি ড্রিংকস তৈরির অভিযোগে ডিঙ্গেদহের সালাম ও দৌলাতদিয়াড় সরদারপাড়ার রাজার বিরুদ্ধে মামলার প্র্রক্রিয়া করা হচ্ছে।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহের তাইজেল আলীর ছেলে সালাম ও দৌলাতদিয়াড়র সরদারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে রাজা ডিঙ্গেদহ হাটখোলার একটি বাড়ি ভাড়ায় নেয়। বাড়ি ভাড়ায় নিয়ে গোপনে নকল অ্যানার্জি ড্রিংকস তৈরি করে তা বাজারে বিক্রি করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গতপরশু রাতে রাতুল হোটেলের মালিকের ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণের নকল অ্যানার্জি ড্রিংকস, রাসায়নিক পদার্থসহ হার্সপাউয়ার, সিনসিং এ স্পিড মোড়ক লাগানো বোতল উদ্ধার করা হয়। সালাম ও রাজা আত্মগোপন করে বলে জানিয়ে পুলিশ বলেছে, এ অভিযানে নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই মনির।