ডিঙ্গেদহের সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ছাদ ঢালাই কাজ উদ্বোধনকালে হুইপ ছেলুন

VLUU L100, M100 / Samsung L100, M100

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেমন খাদ্যে স্বনির্ভরতা অর্জন করে বিদেশে চাল রফতানি করছে। তেমনি শিক্ষাখাতকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। প্রত্যেকটি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার হার বৃদ্ধির জন্য মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের দ্বিতল ভবনের ছাদের ঢালাই কাজ উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এসব কথা বলেন। এরপর তিনি বিদ্যাপীঠের জরাজীর্ণ ভবনগুলো ঘুরে দেখেন এবং উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।