ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৭১.৪৯ শতাংশ

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল গতকাল সোমবার প্রকাশ করা হবে। এতে পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। দেশের ১ হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাস করেছেন ৭১ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী।

এবার ডিগ্রিতে প্রথম বর্ষে ২ লাখ ২৬ হাজার ৫৩২ শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৭ হাজার ৪৬০ জন, দ্বিতীয় বর্ষে এক লাখ ৫১ হাজার ৫০৭ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৪২ হাজার ১২৮ জন, তৃতীয় বর্ষে (চূড়ান্ত) এক লাখ ৫১ হাজার ৫৭৬ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৮ হাজার ৩৫৭ এবং সার্টিফিকেট কোর্সে ২ হাজার ৪৬৪ শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৬৯ জন শিক্ষার্থী পাস করেছেন।

গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে এবার ফল প্রকাশ করা হলো। পরীক্ষার ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইট থেকে। এছাড়া মোবাইল থেকেও ফল জানা যাবে।