ঠাণ্ডাজনিত কারণে চুয়াডাঙ্গায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব আক্রান্ত ৬৬ শিশু সদর হাসপাতালে ভর্তি

কামরুজ্জামান বেল্টু: চুয়াডাঙ্গায় ঠাণ্ডাজনিত কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কয়েকদিন ধরে এ কারণে জেলার অসংখ্য শিশু ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গতরাত ৯টায় খবর নিয়ে জানা যায় গতকালই এ রোগে আক্রান্ত ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

সম্প্রতি সারাদেশের মতো চুয়াডাঙ্গায়ও তামমাত্রা নিচে নেমে গেছে। ফলে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়া দেখা দিয়েছে। গতকালই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৮ শিশুকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নিউমোনিয়া আক্রান্ত ১৮ ও ডায়রিয়ায় আক্রান্ত ১০ শিশু। এ ছাড়া কয়েকদিন ধরে ভর্তি আছে আরো ৩৮ জন। ১৪টি বেডের বিপরীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে প্রায় ৫ গুণ শিশু ভর্তি রয়েছে। ফলে ডাক্তার ও নার্সরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। শিশু ওয়ার্ডের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান মিলন জানান, ঠাণ্ডাজনিত কারণে আকস্মিক এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি বলেন মায়েদের অসচেতনতা ও অপরিষ্কার-অপরিচ্ছন্নতার কারণেও এ রোগ দেখা দেয়। শিশুর শরীরে যেন ঠাণ্ডা না লাগে সেদিকে সতর্ক হওয়ার পাশাপাশি চিকিৎসারও পরামর্শ দেন তিনি।