ট্রেনযোগে জীবননগরের শিয়ালমারী পশুহাটে পৌঁছুনোর আগেই বিপত্তি : অজ্ঞান পার্টির খপ্পরে লুঙ্গি ফেরিওয়ালা তোরাপ

স্টাফ রিপোর্টার: উথলী রেলওয়ে স্টেশন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এক লুঙ্গি ফেরিওয়ালাকে। তিনি কুষ্টিয়া ইবির ঝাউদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। নাম তোরাপ মোল্লা। গতপরশু বুধবার বাড়ি থেকে চুয়াডাঙ্গা জীবননগরের শিয়ালমারী পশুহাটের উদ্দেশে রওনা হয়ে তিনি ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকাসহ কাছে থাকা মালামাল হারিয়েছেন।
তবে কোন ট্রেনযোগে তিনি পোড়াদহ থেকে উথলীর উদ্দেশে রওনা হন তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। কারণ গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তোরাপ মোল্লা (৫৫) সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তার কাছে থাকা মোবাইলফোনে খবর পেয়ে ছেলে রাজু দ্রুত উথলী স্টেশনে পৌঁছে অজ্ঞান হয়ে পড়ে থাকা পিতাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন। ছেলে রাজু বলেছেন, যখনই লুঙ্গি বিক্রি করতে হাটের উদ্দেশে রওনা হতেন, তখনই নগদসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল কাছে থাকতো। এসব মালামাল সবই অজ্ঞান পার্টির সদস্যরা হাতিয়ে নিয়ে গেছে।