ট্রাকচাপায় ইউপি সদস্যসহ নিহত ৪

যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা নামক স্থানে দুর্ঘটনা

 

যশোর প্রতিনিধি: যশোরে ট্রাকচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- সদর উপজেলার কুয়াদা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মশিয়ার রহমান (৫২), মণিরামপুর উপজেলার বলিধা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাহিনুর রহমান (২৭), মণিরামপুরের কাশিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিয়ার রহমান (৫৫)। অপর একজনের পরিচয় জানা যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হাই গাজী (৪৫) বলেন, গতকাল বুধবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে তিনজন যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলাম। বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে আমাদের দিকে আসছিলো। এ সময় আমি মোটরসাইকেলচালক শফিয়ার মেম্বারকে সতর্ক করি। তিনি আমাদের মোটরসাইকেল সাইড করার আগেই ট্রাকটি এসে ধাক্কা দেয়। এ সময় আমরা তিনজন মোটরসাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়ি। এরপর আমাদের পেছনে থাকা মোটরসাইকেলটি চাপা দেয়। নিহত শাহিনুর রহমানের চাচা সাংবাদিক আব্দুল আলীম জানান, শাহিনুর ভাড়ায় মোটরসাইকেল চালাতো। দুপুরে যশোর থেকে মণিরামপুর ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। তার মোটরসাইকেলের তিনজনই মারা গেছে। অপর একটি মোটরসাইকেলের একজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. মনিরুজ্জামান। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।