টানা ৫ দিন চুয়াডাঙ্গায় বিটিসিএল’র ইন্টারনেট সংযোগ নেই ॥ ক্ষোভে ফুঁসছেন গ্রাহক সাধারণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গত ৫ দিন ধরে বিটিসিএল’র ইন্টারনেট সংযোগ নেই। কেন? মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সড়ক সম্প্রসারণ কাজ করা শ্রমিকরা নাকি ইন্টারনেট সংযোগ তারা কেটে দিয়েছেন। তাই বলে টানা ৫ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকবে?
বিটিসিএল’র চুয়াডাঙ্গা দফতরে যোগাযোগ করা হলে উপসহকারী প্রকৌশলী রবিন কুমার সাহা বলেছেন, যেহেতু কয়েকটি স্থানে তার কাটা পড়েছে, সেহেতু ঝিনাইদহ থেকে সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আজ-কালের মধ্যেই কাজ সম্পন্ন হলে চুয়াডাঙ্গায় ইন্টারনেট সংযোগ চালু করা সম্ভব হবে বলে আশা করছি। আর গতি? তাতেও রয়েছে উপবিভাগীয় প্রকৌশলীদের কাছে যুক্তি। অথচ চুয়াডাঙ্গায় বিটিসিএল’র ইন্টারনেট সংযোগগ্রহণকারীরা ক্ষোভ বারুদের মতো ফুঁসছে। নালিশ করারও যেন জায়গা পাচ্ছেন না গ্রাহক সাধারণ।