টাঙ্গাইলে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ৭

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুনগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালপুর সদর উপজেলার আসমা (২৫), চন্দন (৩২) ও শান্তা (২৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার নুরে আলম (৩০), ধনবাড়ি উপজেলার ধিকপাইদ গ্রামের আব্দুর রহিম (৩২), জামালপুর জেলার বনগ্রাম সরিষাবাড়ি গ্রামের সুনামগঞ্জ ধর্মশালা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহের (২৮) ও একই উপজেলা সদরের সাইদুল ইসলাম (২৪)।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, রাতে ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছেন।