টাইব্রেকারে রিয়ালের হার

মাথাভাঙ্গা মনিটর:নতুন মরসুমের প্রস্তুতির শুরুটা ভালো হয়নি রিয়ালমাদ্রিদের। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইতালির ক্লাবইন্টার মিলানের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরেছে গত মরসুমের ইউরোপ সেরাদলটি।নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।ক্যালিফোর্নিয়া মেমোরিয়াল স্টেডিয়ামে দশম মিনিটেই গ্যারেথ বেলের দারুণনৈপুণ্যে এগিয়ে যায় স্পেনের ক্লাব রিয়াল। মাঝমাঠের বৃত্তের মাঝ থেকে বলপেয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়ে ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালে শটেলক্ষ্যভেদ করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।১-০ গোলে পিছিয়ে থেকেদ্বিতীয়ার্ধে খেলতে নামা ইন্টার ৬৮তম মিনিটে মাউরো ইকার্দির গোলে সমতায়ফেরে। ডি বক্সের মধ্যে ইকার্দির সতীর্থ নেমানিয়া ভিদিচকে রিয়ালের রুবেনসবরিনো ফাউল করলে পেনাল্টি পায় ইন্টার। আর তা থেকেই ওই গোলটি করেন ইতালিরফরোয়ার্ড ইকার্দি।নির্ধারিত ৯০ মিনিটের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে রিয়ালের তিনটি শট ঠেকিয়ে দেন ইন্টারের আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান পাবলো কারিসো।প্রতিযোগিতার ‘এ’গ্রুপের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হারিয়েছে ইতালির আরেক ক্লাব এএস রোমাকে।