টঙ্গীতে সেফটি ট্যাঙ্ক বিস্ফোরণে মেয়ে ও পিতার মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার: গাজীপুরে টঙ্গীতে সেফটি ট্যাংক বিস্ফোরণে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী ও তার পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার মোস্তফার ঘরের নিচে থাকা পুরনো সেপটিক ট্যাংক (পয়োধার) বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘরের দুটি কক্ষের ইটের দেয়াল ও টিনের চাল চারদিকে ছিটকে পড়ে। এ সময় একটি কক্ষে ঘুমিয়ে থাকা উত্তরার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির বিবিএ’র ছাত্রী মাকসুদা আক্তার ওরফে মুক্তা (২২) বিস্ফোরণে পাশের ভবনের দোতলার ছাদের পিলারে পড়ে আটকে থাকে এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। ওই কক্ষের দেয়াল ধসে তার পিতা মো. মোস্তফা গুরুতর আহত হন। লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।