ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যানদের হয়রানির অভিযোগ

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির মহেশপুর জোনাল অফিসের ডিজিএমসহ কয়েক কর্মকর্তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে তাদের অপসারণের দাবিতে লাইনম্যানরা আবারও আন্দোলন শুরু করেছেন। যেকোনো সময় গ্রামাঞ্চলের বিদ্যুত সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, মহেশপুর জোনাল অফিসের ডিজিএম মো. হুমায়ুন কবির ও একই অফিসের কর্মকর্তা আব্দুল হাকিম প্রতিনিয়তই লাইনম্যানদের গালমন্দসহ প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন। এর প্রতিবাদ করায় ২২ জন লাইনম্যানকে চাকুরিচ্যুত করার হুমকি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তারা আরো জানান, বিষয়টি ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির জিএম যুবরাজ চন্দ্রপালকে অবহিত করার পরেও কোনো ব্যবস্থা নেননি তিনি। এতে করে লাইনম্যানদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ওই দু কর্মকর্তার অপসারণের দাবিতে এর আগে কর্মবিরতি পালন করে তারা। আগামী এক সপ্তার মধ্যে লাইনম্যানদের দাবি না মানা হলে, বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ, কর্মবিরতিসহ আন্দোলনের নানা কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। এ অবস্থায় জেলার ১ লাখ ৩০ হাজার বিদ্যুত গ্রাহক চরম ভোগান্তির শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির জিএম যুবরাজ পাল বলেন, আন্দোলনকারীদের সাথে কথা বলে দু-একদিনের মধ্যে সমস্যা নিরসন করা হবে।