ঝিনাইদহ থেকে গরুবোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওয়া হয়ে ঈশ্বরদীতে দুর্ঘটনার কবলে আহত ১৩

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী উপজেলার মীরকামারী কোলেরকান্দি নামক স্থানে গরুবোঝাই ট্রাক উল্টে ১৩ ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি গরুও আহত হয়। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, ঝিনাইদহ থেকে ২২টি গরু ট্রাকে করে নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। গরু বোঝাই ট্রাকটি ঈশ্বরদীর মীরকামারী কোলেরকান্দি নামক স্থানে পৌঁছুলে ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকটি উল্টে গেলে ৯ ব্যবসায়ী আহত হন। আহতরা হলেন-সিদ্দিক হোসেন, হাশেম আলী, পঁচা প্রামানিক, রসুল আলী, খবির উদ্দিন, জুয়েল রানা, বদরুল ইসলাম, বিল্টু হোসেন ও আব্দুস সালাম। আহত ব্যবসায়ীদের বাড়ি ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতাল ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ঝিনাইহদ থেকে ২২টি গরু বোঝাই একটি ট্রাক ঈশ্বরদী হয়ে ঢাকার গাবতলীতে কোরবানির হাটে যাওয়ার পথে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এতে মহাসড়কের পাশে ট্রাকটি উল্টে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।