ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের লোকাল বাসেও প্রতারকচক্র : অজ্ঞানপার্টির খপ্পরে এনজিওকর্মী

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ থেকে ১০ হাজার টাকা নিয়ে চুয়াডাঙ্গায় ফেরার পথে লোকাল বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন ব্যুরো বাংলাদেশের কর্মসূচি সংগঠক আমিরুল ইসলাম (২৭)। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে তাকে চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। গতরাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আমিরুল ইসলাম সংজ্ঞাহীন অবস্থা চিকিৎসাধীন ছিলেন।

অজ্ঞানপার্টির সদস্যরা আমিরুল ইসলামকে অজ্ঞান করে তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নিলেও মোবাইলফোনটি নেয়নি। মোবাইলফোনটি হাতে পেয়েই বাসটার্মিনালের লোকজন আমিরুলের নিকটজনদের খবর দেন। হাসপাতালে চিকিৎসাধীন আমিরুল ইসলামের শয্যাপাশে থাকা ব্যক্তি জানান, আমিরুল ইসলাম খুলনা কুলতলা গাড়াখোলার উমর আলীর ছেলে। চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ায় বসবাস করেন। তিনি ব্যুরো বাংলাদেশ নামক এনজিওর কর্মসূচি সংগঠক পদে চাকরি করেন। এনজিওর ঝিনাইদহ অফিস থেকে টাকা নেয়ার জন্যই তিনি গতকাল সকালে ঝিনাইদহের উদ্দেশে রওনা হন। সেখান থেকে ১০ হাজার টাকা নিয়ে দুপুরে লোকাল বাসযোগে ফেরার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।