ঝিনাইদহ ও মুজিবনগরে বজ্রপাতে দু কৃষকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের মুজিবনগর আনন্দবাসে ও ঝিনাইদহ সদর উপজেলার রৌহজঙ্গা গ্রামের বজ্রপতে দুজন নিহত হয়েছেন মুজিবনগরে আনন্দবাস গ্রামের কৃষক শুক্রবার দুপুরে বজ্রপাতে মারা যান। এছাড়াও গতকাল শনিবার ঝিনাইদহের লৌহজঙ্গা গ্রামের কৃষক দিলিপ কুমারও বজ্রপাতের আঘাতে মারা যান।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর বজ্রপাতে আব্দুস সালাম (৩৪) নামের এক কৃষকের মুত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তিনি বজ্রপাতের শিকার হন। তিনি মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত কিরামত আলীর ছেলে।

আনন্দবাস গ্রামের ইউপি সদস্য সোনাল উদ্দীন জানান, দুপুরে গ্রামের বিলের মাঠে গরু চরাতে যান আব্দুস সালাম। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয় সে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার রৌহজঙ্গা গ্রামে গতকাল শনিবার বজ্রপাতে দিলিপ কুমার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের দুলাল কুমারের ছেলে। গ্রামবাসী মেরাজুল ইসলাম জানান, গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে লৌহজঙ্গা গ্রামের মাঠে কাজ করছিলেন দিলিপ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির এসআই হাবিবুর রহমান জানান, বিষয়টি তাদেরকে কেউ জানাননি।