ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত :আহত ৩

 

 

ঝিনাইদহ অফিস: যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুম বিল্লাহ (৪২) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যশোর জেল রোডের বাসিন্দা। এ সময় দেশীয় চিকিৎসক সমিতির জেলা সভাপতি ডা. মো. নাছির উদ্দিনসহ আহত হয়েছেন আরো দুজন। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) আনোয়ার হোসেন জানান, ডা. মাসুম বিল্লাহ ও ডা. মো. নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে যশোর থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। এ সময় যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌঁছুলে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল আরোহী ডা. মাসুম বিল্লাহ, ডা. নাছির উদ্দিন ও কামাল হোসেন গুরুতর আহত হন। আহতদের কালীগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।