ঝিনাইদহে সাবেক পুলিশ কর্মকর্তার ছেলেকে অপহরণের চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি: হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের মধ্য থেকে বুধবার দুপুরে হারুন অর রশিদ ওরফে মনি নামে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে শাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। মনি ভালকী গ্রামের আনু হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। তিনি একই উপজেলার ঘোড়াগাছা গ্রামের সাবেক সহকারী পুলিশ সুপার আব্দুল বারী জোয়ারদারের ছেলে।

গতকাল বুধবার রাতে ঝিনাইদহ প্রেসক্লাবে এসে হারুন অর রশিদ মনি অভিযোগ করে বলেন, দুপুরে তিনি হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষা অফিসার সুলতান আহম্মেদের কাছে যান। এ সময় সন্ত্রাসীরা তাকে কিল ঘুষি দিয়ে আহত করে। প্রাণ বাঁচাতে তিনি দৌঁড়ে শিক্ষা অফিসারের রুমে আশ্রয় নিয়েও রক্ষা পাননি। এরপর শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করে তাকে চ্যংদোলা করে গাড়িতে উঠিয়ে কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের ভবনে নিয়ে যান। এরপর আনু হত্যা মামলায় কোনো সাক্ষী না দেয়ার জন্য হুমকি দিয়ে শাদা কাগজে মুচলেকা লিখে নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনার সাথে কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মশিয়ার রহমান জোয়ারদার জড়িত বলে তিনি অভিযোগ করেন।