ঝিনাইদহে রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় এবার রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ধানের দাম বৃদ্ধির পর চাষিরা নতুন করে ধান চাষে ঝুঁকছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরসূত্রে জানা যায়, চলতি মরসুমে ঝিনাইদহ জেলায় এবার ৯৬ হাজার ৯শ ১ হেক্টরে রোপা আমন আমন চাষের লক্ষ্যমাত্রা ছিলো। চাষ হয়েছে ৯৮ হাজার ৬শ ৫০ হেক্টরে।

চাষিরা জানায়, ধানের দাম কয়েক বছর ধরে পড়ে যাওয়ায় লোকসান হচ্ছিলো। নতুন বোরো ধান উঠার পর মোটা ধানের দাম পড়ে প্রতি মণ সাড়ে ৫শ টাকা, মাঝারি সরু ধান বিআর-২৮ সাড়ে ৬শ থেকে ৭শ টাকা এবং চিকন ধান সাড়ে ৮শ টাকা মণ দরে বিক্রি হচ্ছিলো। এখন দাম বেড়ে মোটা ধানই সাড়ে ৮শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। চিকন ধানের দাম বেড়ে প্রতি মণ এক হাজার টাকা পর্যন্ত হয়েছে। দাম এ রকম থাকলে ধান চাষে আবার লাভ হবে। এজন্য ধান চাষ বাড়ানো হয়েছে বলে চাষিরা জানান। এখন পর্যন্ত ধানের অবস্থা ভালো। পোকা-মাকড়ের আক্রমণের খবর পাওয়া যায়নি।