ঝিনাইদহে মাদকব্যবসায়ী ও মাদকসেবীর বিভিন্ন মেয়াদে শাস্তি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের ও ৫ মাদকসেবীকে ১৫ দিন করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দ-াদেশ প্রদান করেন। দণ্ডিতরা হলেন- শহরের আরাপপুর এলাকার নিয়ামত আলীর ছেলে এনামুল হক (৩২), চাকলাপাড়ার সাগর দাসের ছেলে সুমন দাস (২০), সঞ্জয় দাসের ছেলে রানা দাস (২২), স্বপন দাসের ছেলে আকাশ দাস (২১), মনা দাসের ছেলে বিশাল দাস (১৮) ও কেতলা দাসের ছেলে চাঁদ দাস (২২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, সকাল থেকে শহরের আরাপপুর ও চাকলা পাড়ায় অভিযান চালায় জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ১ মাদকব্যবসায়ী ও ৫ মাদকসেবীকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মাদকব্যবসায়ী এনামুলকে ৬ মাসের ও মাদকসেবী ইমন, রানা, আকাশ, বিশাল ও চাঁদ দাসকে ১৫ দিন করে কারাদ- প্রদান করা হয়। এ সময় উদ্ধার করা বেশ কিছু মাদকদ্রব্য। আদালতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান ও সাইদুল হক উপস্থিত ছিলেন।