ঝিনাইদহে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু : তদন্ত কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: শৈলকুপা থানা হাজতে শরিফুল ইসলাম ওরফে কাজল মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ট্রেনিং প্রত্যুষ কুমার মজুমদারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন- ঝিনাইদহ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল বারী ও গোয়েন্দা বিভাগের ওসি এসএম ইকবাল আহম্মদ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায়ের উপস্থিতিতে কাজল মণ্ডলের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গাঁজাসহ কাজল মণ্ডলকে শৈলকুপার ভাটই বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি থানা হাজতের বাথরুমে গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শামরিন আহম্মেদ জানান, লাশের শরীরে আত্মহত্যার কোনো চিহ্ন বা আলামত নেই। কাজল মণ্ডলের বাবার নাম জুলহক মণ্ডল। কুষ্টিয়ার ইবি থানাধীন হাসানবাগ রাজাপুর গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।