ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে দিঘি পরিষ্কার

 

ঝিনাইদহ প্রতিনিধি: সাধারণ মানুষের জন্য হাজামজা দিঘি ব্যবহার উপযোগী ও দেশীয় মাছ ধরার সুযোগ করে দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন। এ উপলক্ষে গত শুক্রবার সকালে ঝিনাইদহের নলডাঙ্গা মন্দির সংলগ্ন একটি হাজামজা দিঘির কচুরিপানা পরিষ্কার করা হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ঝিনাইদহ জেলায় অনেক হাজামজা দিঘি ও পুকুর রয়েছে। এগুলোকে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করতে পরিষ্কার করা হচ্ছে। নলডাঙ্গার প্রাচীন মন্দির সংলগ্ন দিঘিটি দীর্ঘদিন ব্যবহার অনুপযোগী ছিলো। সেখানকার দেশীয় মাছ এলাকার মানুষ ধরতে পারতো না। তাছাড়াও কচুরিপানার কারণে ওই দিঘির পানিও ব্যবহার করা সম্ভব হতো না। জেলা প্রশাসনের উদ্যোগে দিঘিটি ব্যবহার উপযোগী করা হয়েছে। গতপরশু সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খলিলুর রহমান, সহকারী কমিশনার এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া ও নুর নাহার বেগম সেখানে উপস্থিত থেকে দিঘিটি পরিষ্কার করান। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।