ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ : কাল ভোটগ্রহণ

 

৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ মেম্বর ২৬৩ সংরক্ষিত মহিলা মেম্বর ৭৩ জন প্রতিদ্বন্দ্ব করছেন

মনজুর আলম: গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন চলছে নেতাকর্মীদের মাঝে নীরবভাবে নিজ নিজ প্রার্থীদের ভোটারদের নিয়ে হিসাব নিকাশ। তবে এবার ঝিনাইদহে নির্বাচনে দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা দ্বিগুনেরও বেশি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারণা ছিলো চোখে পড়ার মতো। ভোটারগন সুযোগ বুঝে সমস্যাগুলো বার বার তুলে ধরছেন প্রার্থীদের কাছে। প্রার্থীগণও দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫ম তফসীল অনুযায়ী ঝিনাইদহ সদর উপজেলা ৭টি এবং হরিণাকুণ্ডু উপজেলায় ১টিসহ মোট ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী রয়েছেন। নৌকা এবং ধানের শীষ প্রতীক নিয়ে প্রত্যেক ইউনিয়নে ১ জন করে প্রার্থী রয়েছে। এছাড়া ১টিতে জাতীয়পার্টির লাঙ্গল প্রতীক, দুটিতে ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ইউনিয়ন গুলোতে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৫ জন। এছাড়া ৭৩টি ওয়ার্ডে মেম্বার পদে পুরুষ সদস্য সংখ্যা ২৬৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩ জন নারী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বি করছেন।

নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। এখানে রেজাউল ইসলাম মণ্ডল নৌকা, এসএম আকিমুল ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী নাজির উদ্দিন মোটরসাইকেল, আবুল হোসেন আনাসর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ১১৫। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৯৮৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ হাজার ১২৯ জন।

মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। যেখানে তহুরুল ইসলাম নৌকা, তুহিন আক্তার লাল ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ জুয়েল আনারস ও লতিফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৯ হাজার ১৫। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ হাজার ৫৭৩ এবং মহিলা ভোটারের সংখ্যা ৯ হাজার ৪৪২ জন।

গান্না ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৫ জন। যেখানে নাসির উদ্দিন মালিথা নৌকা, ইজ্জত আলী মাস্টার ধানের শীষ  এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব আনারস, কামরুজ্জামান আজম টেলিফোন আজিজুর রহমান লিটন টেবিলফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৯৫৭। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৭৯ এবং মহিলা ভোটারের সংখ্যা ১০ হাজার ৩৭৮ জন।

সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। যেখানে মোজাম্মেল হোসেন নৌকা, আলাউদ্দিন ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী শাহিন রেজা আনারস এবং জাতীয়পার্টির নুরুল ইসলাম লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৫ হাজার ৫৪০। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৬৫৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৭ হাজার ৮৮৪ জন।

কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। যেখানে আশরাফুর ইসলাম নৌকা, হায়দার আলী ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী তারিফুল ইসলাম আনারস, ইসলামি আন্দোলনের তৌহিদুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ৬৪৬ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ২৬৮ এবং মহিলা ভোটারের সংখ্যা ৭ হাজার ৩৭৮ জন।

হলিধানি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৫ জন। যেখানে আব্দুর রশিদ মিয়া নৌকা, ইয়াকুব আলী ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম মোটরসাইকেল, এনামুল হক নিলু আনারস, মোশারফ হোসেন চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ২৪০। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৮৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৭ হাজার ১৫৪ জন।

মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৫জন। যেখানে শাহ্ মো. ওয়াজেদ আলী নৌকা, খুরশিদ আলম ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী আবু বকর মোটরসাইকেল, মশিউর রহমান আনারস, ইসলামি আন্দোলনের গোলাম মোস্তফা হাতপাখা প্রতক নিয়ে প্রতিদ্বন্দ্বি করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৯ হাজার ৪৪৭ । যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ হাজার ৭৮০ এবং মহিলা ভোটারের সংখ্যা ৯ হাজার ৬৬৭ জন।

এছাড়া হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩। যেখানে গোলাম মোস্তফা নৌকা, আব্দুল হান্নান ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী লাল হোসেন আনারস প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৯ হাজার ৭৯৮ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ হাজার ৯৬৫ এবং মহিলা ভোটারের সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬৯ হাজার ৮৯৩ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৯ হাজার ৯শ ৫১। ৬৯টি কেন্দ্রে এ সকল ভোটার তাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। এরই মাঝে ভোট গ্রহণের জন্য প্রায় সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ৫ম ধাপে ঝিনাইদহে ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্তিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি, ৱ্যাব, স্টাইকিং ফোর্স ও মোবাইটিম সার্বক্ষনিক নিয়োজিত থাকবে।