ঝিনাইদহে অজ্ঞান পার্টির খপ্পরে দু ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দু নারিকেল ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৯টার দিকে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামের ইয়াকুব খার ছেলে মকবুল খা (৪০) ও শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আজিবর রহমান (৫০)।

অসুস্থ মকবুল খার ছোট ভাই বাবলু খা জানান, তার ভাই মকবুল ও আজিবর নারিকেল বেচা-কেনার ব্যবসা করতেন। তারা গত মঙ্গলবার সকালে ফরিদপুরে যান ব্যবসার টাকা আনতে। টাকা নিয়ে তারা ঝিনাইদহে ফিরছিলেন নিরাপদ পরিবহনের একটি বাসে। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ভাটই বাজারে বাসের স্টাফরা তাদেরকে অজ্ঞান অবস্থায় নামিয়ে দিয়ে যায় এবং তারা স্থানীয়দের জানিয়ে যায় বাসের মধ্যে তারা ক্ষিরা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি তাদের পরিবারের সদস্যদের কাছে জানালে অজ্ঞান অবস্থায় তাদের দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। বাবুল খা জানান, আমার ভাইয়ের কাছে থাকা শুধুমাত্র ১টি মোবাইলফোন ও ১০ হাজার টাকা পাওয়া গেছে। তবে মকবুল ও আজিবরের কাছ থেকে ঠিক কতো টাকা ছিনতাই হয়েছে তা তিনি জানাতে পারেনি।