ঝিনাইদহের মহেশপুরে ১৩ জন মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জন মাদকসেবীকে আটক করে পুলিশ। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। পরে তাদের মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। সেখানে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯৯০ এর ৭ এর (ক) ও ৯ এর (ক) ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডিতরা হলেন- মহেশপুর উপজেলার বেড়েরমাঠ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহ আলম (২৮), জালালপুর গ্রামের দীনমোহাম্মদের ছেলে খায়রুল ইসলাম (৩২), মোল্যাপাড়ার মনিরুজ্জামান (৫২), জলিলপুর মাঠপাড়ার ইসাহাক বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৪৫), বেগমপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহেল রানা (২৫), ফতেপুর বেড়ের মাঠ এলাকার হযরত আলীর ছেলে জাকির হোসেন (২৮), কাশেম আলীর ছেলে ফজলু মল্লিক (৪২), নুর মোহাম্মদের ছেলে জহির কারিগর (৩৫), শ্রীরামপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফুল ইসলাম (৩৪), রামচন্দ্রপুর গ্রামের জীবন ঘোষের ছেলে অনিল ঘোষ (৬০), গাড়াবাড়িয়া গ্রামের আকবার মণ্ডলের ছেলে হানিফ মণ্ডল (৪৫), একই গ্রামের খেদের বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৩০) ও রামচন্দ্রপুর গ্রামের মধুসুদন কর্মকারের ছেলে গনেশ কর্মকার (৩০)।