ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে স্কুল ছাত্রসহ নিহত ২

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে চায়না খাতুন (৩১) ও প্রশান্ত কুমার (১০) নামের দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। বজ্রপাতে আহতরা হলেন- অরবিন্দ ও ময়না খাতুন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার নস্তি গ্রামে ঘরের বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে ওই গ্রামের অরবিন্দ কুমারের ছেলে প্রশান্ত কুমারের মৃত্যু হয়। এ সময় প্রশান্ত কুমারের বাবা অরবিন্দ কুমার আহত হন। একই সময় পাশের নলপাতুড়িয়া গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় চায়না খাতুনের। এ সময় ময়না খাতুন নামে একই পরিবারের আরেক নারী আহত হন। চায়না খাতুন নলপাতুড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান বলেন, আমি খবর পেয়েছি বজ্রপাতে মহেশপুরে দুজন মারা গেছেন। তবে বিস্তারিত এখনো আমার দফতরে পৌঁছায়নি।

মহেশপুর থানার সেকেন্ড অফিসার আবু দাউদ জানান, সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে খেলা করছিলো ৬ষ্ঠ শ্রেণির ছাত্র প্রশান্ত হালদার। এ সময় ঝড়ো বাতাসের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে সে ঘটনাস্থলেই নিহত হয়। অন্য দিকে প্রায় একই সময়ে উঠানে কাজ করার সময় বজ্রপাতে চায়না বেগম নিহত হন।