ঝিনাইদহের জেলারকে কারণ দর্শানোর নির্দেশ

 

ঝিনাইদহ প্রতিনিধি: বন্দি নির্যাতনের অভিযোগে ঝিনাইদহ কারাগারের জেলারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রোববার ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেনের আদালত জেলার দিদারুল আলমকে কারণ দর্শানোর নির্দেশ দেন বলে জানান পিপি ইসমাইল হোসেন।

তিনি বলেন, শনিবার জুডিসিয়াল কনফারেন্সে জেলার দিদারুল আলমের বিরুদ্ধে কয়েদিদের সাথে খারাপ আচরণ, মারধর ও আদালতের রিলিজ আদেশ আটকে রেখে পরদিন মুক্তি দেয়া বিষয়ে মৌখিক অভিযোগ করেন বার সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। পরে রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেনের আদালত স্ব:প্রণোদিত হয়ে একটি মিস কেস নেয় (নম্বর ২৩/১৬) এবং এ বিষয়ে কেন আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে জেলার দিদারুল আলমকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়। সেই সাথে আগামী ৮ নভেম্বর সকাল ১০টায় আদালতে হাজির হয়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেন বিচারক। দিদারুল আলমের দাবি তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনো সত্যতা নেই।