ঝিনাইদহের কালীগঞ্জ তালীয়ান গ্রামে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত অন্তত ১০ জন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তালীয়ান গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় কালীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তালীয়ান গ্রামে ছাকাওয়াত হোসেনকে আ.লীগের শের আলী গ্রুপ মারপিট করার ঘটনায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। গতকাল দুপুর ১২টার দিকে  ঢাল, ভেল্লা, রামদা, শরকিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় কালীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।