ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের রেখে যাওয়া শিশু ফিরে পেলো পরিবার

কালীগঞ্জ প্রতিনিধি: মাহিতের বয়স দু’বছর। তেমন কথা বলতে পারে না। ছোট শিশুটিকে গত বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে একটি বেঞ্চে বসিয়ে রেখে চলে যায় মা। বেঞ্চে বসে থাকা শিশুটি কিছুক্ষণ পর কাঁদতে থাকে। এরপর আশেপাশের লোকজন ছুটে আসলে শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায় না। এরপর শিশুটিকে কোলে তুলে নেয় কালীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য রবিউল ইসলাম। রাতেই পরিবারের খোঁজ পেলে সকালে কালীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হয়। মাহিত ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের মসজিদ মার্কেট এলাকায় শিশুটিকে বেঞ্চে বসিয়ে রাখেন এক নারী। ওই নারী বেঞ্চের পাশে বসা একজনকে বলে যান, ‘আমি একটা ব্যাগ নিয়ে আসি আমার বাচ্চাকে দেখে রাখবেন।’ এরপর তিনি আর ফিরে আসেননি। কিছুক্ষণ পর কেঁদে ওঠে শিশুটি। এরপর কালীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য রবিউল ইসলামের হেফাজতে শিশুটিকে রাখে কালীগঞ্জ থানার ওসি। মোটর শ্রমিক রবিউল ইসলাম জানান, শিশুটির কাঁদতে দেখে তিনি কোলে তুলে নেন। এরপর পুলিশ শিশুটিকে হেফাজতে রাখেন। আমি শিশুটিকে রাতে আমার বাড়িতে রাখি। এরপর রাতে শিশুটির পরিবারের খোঁজ মিললে গতকাল শুক্রবার কালীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শিশুটির বাবা নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। কালীগঞ্জ থানার এসআই আজাদ জানান, শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই শিশুটির পরিবারের খোঁজ পাওয়া যায়। তারপর শিশুটির পিতা নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির মা মনিরা বেগম একজন মানসিক রোগী। তাই এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।