ঝালের ক্ষেত নষ্ট করার অভিযোগে একজন বেধড়ক পিটুনির শিকার

 

 

আলকদিয়া প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় মধু নামের একজনকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করেছে একই গ্রামের ফরিদ ও তার লোকজন।

স্থানীয়রা বলেছে,চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের দাসপাড়ার মৃত লংকার দাসের ছেলে কাঠমিস্ত্রি মধুকে (৪০) পিটিয়ে গুরুতর আহত করে পার্শ্ববর্তী আকুন্দবাড়িয়া গ্রামের ওয়াজের ছেলে ফরিদ (৪৫) ও তার ছেলে বিল্লাল (২০)। গতকাল বিকেল ৬টার দিকে মধুর গরুর বাছুর ফরিদের ঝালের ক্ষেতে ঢুকে ক্ষেত নষ্ট করেছে বলে অভিযোগে তুলে মধুকে জোরপূর্বক মাথাভাঙ্গা নদীর তীরে নির্জন জায়গায় নিয়ে বেধড়ক পেটাতে থাকে ফরিদ ও তার ছেলে বিল্লাল। এসময় মধুর চিৎকারে একই এলাকার হিন্দু সম্পদায়ের ভাদু ও সুকুমার তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হসপাতালে ভর্তি করেন। রাত ৮টার দিকে মধুকে হাসপাতালে দেখতে যান আলুকদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, বিশিষ্ট কাঠব্যবসায়ী কামাল, মমিন প্রমুখ। সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন জানান, আজ সোমবার বিকেলে সালিসসভার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হবে। সালিস না মানলে মামলা করা হতে পারে।