জেএসসি পরীক্ষা আজ শুরু : চুয়াডাঙ্গায় ১৮৯৭৪ মেহেরপুরে ৯৯২১ পরীক্ষার্থী

 

স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আর ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ হবে। এবার ৯ বোর্ডের অধীনে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৭৪ হাজার ৪৭২। আর  গত বছরের তুলনায় এবার এ দুটি পরীক্ষায় মোট শিক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২। গত বছর পরীক্ষার্থী ছিলো ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩। চুয়াডাঙ্গায় এবার ১৮ হাজার ৯৭৪ পরীক্ষার্থী ও মেহেরপুরে ৯ হাজার ৯২১ পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আগে পরীক্ষার হলে প্রবেশ করলে ১৫ মিনিট আগে খাতা দিয়ে দেয়া হবে। শিক্ষামন্ত্রী আজ ধানমন্ডি গভ, বয়েজ হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করবেন। এবার ২৮ হাজার ৭৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি-জেডিসি পরীক্ষা ২ হাজার ৭৩৪টি কেন্দ্রে পরীক্ষা হবে। এ বছর মোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ১০৭টি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১২৯টি বৃদ্ধি পেয়েছে।

চুয়াডাঙ্গায় সারাদেশের মতো একযোগে আজ মঙ্গলবার শুরু হচ্ছে জেএসসি, জেডিসি ও কারিগরি পরীক্ষা। জেলার মোট ২৮ কেন্দ্রে ১৮ হাজার ৯৭৪ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলা প্রশাসনসূত্রে জানা গেছে, জেলার মোট ১৬ কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশ নেবে ১৫ হাজার ১৮০ শিক্ষার্থী। পাঁচ কেন্দ্রে জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৫৯ পরীক্ষার্থী। আর কারিগরি বোর্ডের অধীনে ৭ কেন্দ্রে পরীক্ষা দেবে এক হাজার ৭৩৫ শিক্ষার্থী।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে ৯ কেন্দ্রে যশোর শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেলায় মোট ৯ হাজার ৯২১ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে জেলার ২ কেন্দ্রে ৮৪০ শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ের শিক্ষা শাখার দেয়া তথ্য মতে এবছর মেহেরপুর সদর উপজেলার মোট ৩ কেন্দ্রে মোট ৪ হাজার ১৬ জেএসসি পরীক্ষা নিচ্ছে। এগুলোর মধ্যে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬৫৪, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১১২ ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৫০ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গাংনী উপজেলার ৫ কেন্দ্রে ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৯৮, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৯৩০, বামন্দী-নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭২, যুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬৫ ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া মুজিবনগর উপজেলার একমাত্র কেন্দ্র মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫৩১ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এদিকে মেহেরপুর সদর উপজেলার একমাত্র কেন্দ্র মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসায় ৫৫৭ এবং গাংনী উপজেলার একমাত্র কেন্দ্র গাংনী আমিনিয়া ছিদ্দিকিয়া মাদরাসায় ২৮৩ শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

ইতোমধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সেখ ফরিদ আহম্মেদ।