জেএসসি পরীক্ষা আজ : এবছর মেহেরপুরে জেএসসি পরীক্ষার্থী ৯৯২১

 

মেহেরপুর অফিস: আজ মঙ্গলবার থেকে সারাদেশের ন্যায় মেহেরপুরে ৯ কেন্দ্রে যশোর শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেলায় মোট ৯ হাজার ৯২১ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে জেলার ২ কেন্দ্রে ৮৪০ শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ের শিক্ষা শাখার দেয়া তথ্য মতে এবছর মেহেরপুর সদর উপজেলার মোট ৩ কেন্দ্রে মোট ৪ হাজার ১৬ জেএসসি পরীক্ষা নিচ্ছে। এগুলোর মধ্যে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬৫৪, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১১২ ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৫০ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গাংনী উপজেলার ৫ কেন্দ্রে ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৯৮, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৯৩০, বামন্দী-নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭২, যুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬৫ ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া মুজিবনগর উপজেলার একমাত্র কেন্দ্র মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫৩১ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এদিকে মেহেরপুর সদর উপজেলার একমাত্র কেন্দ্র মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসায় ৫৫৭ এবং গাংনী উপজেলার একমাত্র কেন্দ্র গাংনী আমিনিয়া ছিদ্দিকিয়া মাদরাসায় ২৮৩ শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

ইতোমধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সেখ ফরিদ আহম্মেদ।