জুনের ৩য় সপ্তাতেও মে মাসের বেতন না পাওয়ায় হরিণাকুণ্ডুর অর্ধসহাস্রাধিক শিক্ষক রমজানে দুঃসহ জীবন যাপন পার করছে

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসার অর্ধসহস্রাধিক শিক্ষক গত মে মাসের বেতন ভাতা চলতি মাসের ৩য় সপ্তাহে উত্তোলন করতে না পেরে চরম বিপাকে পড়েছেন। আসন্ন ঈদের প্রস্তুতির জন্য সরকারি চাকরিজীবীরা যখন ঈদের বোনাস প্রাপ্তির পর চলতি সপ্তাহে জুন মাসের বেতন ভাতা উত্তোলন করে ঈদের কেনাকাটা সম্পন্ন করতে চলেছেন। তখন প্রায় ২ মাস যাবৎ এসকল শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে রীতিমতো হিমসিম খাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক শফিকুল ইসলাম সিদ্দিকী গত ৯ জুন ২০১৬’র বেতন ভাতার ১২টি চেক বেতন ভাতা প্রদানকারী সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কথা নিশ্চিত করেন। বেতন ভাতা প্রদানের আদেশে ১৫ জুনের মধ্যে স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন ভাতা উত্তোলনের কথা বলা হয়। দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক সমাজ তাদের বেতন ভাতা উত্তোলন করতে সক্ষম হলেও এক্ষেত্রে ব্যতিক্রম হরিণাকুণ্ডুসহ দেশের কয়েকটি এলাকার অবহেলিত শিক্ষকরা। হরিণাকুণ্ডুতে বেতন ভাতা প্রদানকারী সোনালী ব্যাংকে গতকাল পর্যন্ত বেতন ভাতার আদেশ সংক্রান্ত নির্দেশনার কপি আসার কোনো সংবাদ ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারেনি। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।