জীবননগর হাসাদাহ ও রায়পুরে নির্বাচনী গণসংযোগকালে এমপি আলী আজগার টগর সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে নির্বাচিত করতে একসাথে কাজ করুন

জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: জাতীয় দশম সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৫ দিন। নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে ততোই বাড়ছে প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন আ.লীগ প্রার্থী চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিদিনই করছেন নির্বাচনী সভা-সমাবেশ ও গণসংযোগ। এরই ধারাবাহিকতায় জীবননগর পৌর শহরসহ উপজেলার রায়পুর ও হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি জীবননগরের লক্ষ্মীপুর ব্রিজমোড় ও পেয়ারাতলা, রায়পুর ইউনিয়নের মারুফদাহ, কৃষ্ণপুর, রায়পুর বাজার, বালিরহুদা, পুরাতন চাকলা, নতুন চাকলা, হাসাদাহ ইউনিয়নের কাটাপুল, হাসাদাহ বাজারসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় এমপি আলী আজগার টগর বলেন, আগামী ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। এ নির্বাচন ঠেকাতে যারা মেতে উঠেছে তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত। জনগণের স্বতঃস্ফুর্ত সাড়া আমাকে মুগ্ধ করেছে। জনগণের ভালোবাসা নিয়েই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকতে চাই। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ, জাতি তথা এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি। গণসংযোগকালে এমপি টগরের সাথে ছিলেন- জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান তাহাজ্জত আলী, শহিদুল মাস্টার, আ. মালেক, মিলনুর রহমান, শহর আলী, জেহের আলী, রওশন আলী, আব্দুস সাত্তার খান, রবি বিশ্বাস, হবি বিশ্বাস, সোহরাব হোসেন, আ. লতিফ অমল, মুন্সি নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম, জুম্মত আলী, আ. কাদের, মামুন, রহিম, পান্নু, রফিকুল, আয়েশা সুলতানা লাকী, জাকির হোসেন, পুকু মেম্বার, সিরাজ হোসেন, ইস্রাফিল হোসেন, যুবলীগ নেতা শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসাইন, মহিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা অঞ্জন, ওয়াসিম, রফিকুল ইসলাম ববি, শামীম, লোমান, রবিউল, ছোট্টু প্রমুখ।